বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়

Bishwa Zaker Monjil Govt. High School

বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়

Bishwa Zaker Monjil Govt. High School

প্রধান শিক্ষক মহোদয়ের কথা

প্রধান শিক্ষকের বাণী সুকুমার বৃত্তির সুষ্ঠু বহিপ্রকাশ সাহিত্য। এই প্রকাশ মানুষকে নান্দনিক করে, মহিমান্বিত করে। শিক্ষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চা সেই নান্দনিকতার উপায় মাত্র যা প্রতিরূপ পায় বিদ্যালয় বার্ষীকীতে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সুনামলব্ধ পালং তুলাশার গুরুদাস সরকারি বালক উচ্চ বিদ্যালয় কোমলমতি শিক্ষার্থীদের পিরপূর্ণ বিকাশ ও পরিচর্যার লক্ষ্যে নানাবিধ উদ্যোগ গ্রহণ করে আসছে। শরীয়তপুরের প্রাণ কেন্দ্রে প্রায় এক হাজার একশো শিক্ষার্থী নিয়ে অবস্থিত স্বনামধন্য এই প্রতিষ্ঠানের বিভিন্ন সরকারি পরীক্ষার ফলাফল যেরূপ সন্তোষজনক তেমনি সহ-পাঠক্রমিক নানা কার্যাবলিতেও রয়েছে গৌরবৌজ্জ্বল ভূমিকা। সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতাসহ নানা ক্ষেত্রে শ্রেষ্ঠ শিক্ষার্থী এই বিদ্যালয়েরই ছাত্র। এ বিদ্যাপীঠ শুধু জ্ঞান বিতরণের ক্ষেত্ররূপে নয় বরং সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে জীবনেক সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খলরূপে গড়ে তোলার সৃজনক্ষেত্রও বটে। এই বার্ষীকীর লেখকরা সাহিত্য ও লেখালেখির জগতে একেবারেই নবীন। তাই তাদের লেখায় ক্রুটি থাকা স্বাভাবিক। তাদের স্বভাবসুলভ বৈশিষ্ট্যে কোন লেখায় অনুকরণও হয়ে যেতে পারে। আমার দৃঢ় বিশ্বাস সম্মানিত পাঠকবৃন্দ সে সমস্ত ভুল-ক্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।